৮০টি দেশে ‍মুক্তি পাবে ১২০ কোটি টাকা বাজেটের 'দিন - The Day' | Din - The Day Ananta Jalil Movie

Описание к видео ৮০টি দেশে ‍মুক্তি পাবে ১২০ কোটি টাকা বাজেটের 'দিন - The Day' | Din - The Day Ananta Jalil Movie

কখনও বলা হচ্ছে একশো কোটি টাকার সিনেমা, কখনও আবার ছবির বাজেট বলা হচ্ছে ১২০ কোটি টাকা। কখনও সেটাকে আবার বলা হচ্ছে ডলারের অঙ্কে, টেন পয়েন্ট টু মিলিয়ন ইউএস ডলার! কোনটা যে সত্যি, সেটা বোঝার নেই উপায়। তবে একশো কোটি বা টেন পয়েন্ট টু মিলিয়ন ইউএস ডলার খরচে যে সিনেমাটা বানানো হয়েছে, সেটার ট্রেলার দেখে কিন্ত মনে প্রশ্ন জাগতে বাধ্য, আসলেই কি এত টাকা খরচ হয়েছে এই সিনেমা বানাতে? নাকি গোটা ব্যাপারটাই ‘মার্কেটি দ্য প্রচারণার‘ ফাঁদ?

প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন, নায়ক অনন্ত জলিলের আপকামিং সিনেমা দিন দ্য ডে নিয়ে কথা বলছি আমরা। লম্বা একটা বিরতি দিয়ে তিনি আসছেন নতুন সিনেমা নিয়ে। সিনেমার নাম দিন দ্য ডে, ইরানের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই সিনেমা। সেটার একটা ট্রেলার মুক্তি পেয়েছিল বছরখানেক আগে, সেটা প্রসংশিতও হয়েছিলো তখন এরপর গেলো কয়েকদিন একটা হাস্যকর এনিমেশন টিজার মুক্তির পর দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। কেমন হলো দিন দ্য ডে'র প্রস্তুতি? দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা কতটা থাকছে এই সিনেমায়? অনন্তের কামব্যাক সবার মুখে হাসি ফোটাতে পারবে কী? কিংবা বারবার যে একশো কোটি বাজেটের কথা বলা হচ্ছে, সেই খরচের ছাপ কি পাওয়া গেল সিনেমার ট্রেলারে? চলুন প্রিয় দর্শক, ৮০টি দেশে মুক্তি পেতে যাওয়া দিন দ্যা ডে সিনেমা থেকে খুঁজে বের করা যাক সেসব প্রশ্নের উত্তর।


#AnantaJalil #TrendzNow

Комментарии

Информация по комментариям в разработке