Achen Amar Muktar || IPDC আমাদের গান || Chanchal Chowdhury & Miftah Zaman

Описание к видео Achen Amar Muktar || IPDC আমাদের গান || Chanchal Chowdhury & Miftah Zaman

'আইপিডিসি আমাদের গান'-এর এবারের পরিবেশনা, গাজী মাজহারুল আনোয়ার রচিত – ‘আছেন আমার মুক্তার’। গানটি সুর করেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী আর গানটিতে কণ্ঠ দেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী।

'আইপিডিসি আমাদের গান'-এর মঞ্চে নতুনভাবে গানটি গেয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নন্দিত সংগীতশিল্পী চঞ্চল চৌধুরী ও মিফতাহ জামান।

গানটি ১৯৭৮ সালে আমজাদ হোসেন পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘গোলাপী এখন ট্রেনে’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়। চলচ্চিত্রে এই গানের চিত্রায়ণে ঠোঁট মিলিয়েছেন প্রখ্যাত অভিনয়শিল্পী আনোয়ার হোসেন। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর এই গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। গানটি এখনও জনপ্রিয় এবং কালজয়ী হিসেবে স্বীকৃত।

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার এদেশের সংস্কৃতির এক অমর নাম। সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট বিশ হাজারেরও বেশি গান আমাদের মাঝে আজও অম্লান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে 'আইপিডিসি আমাদের গান'-এর ৫ম আয়োজন।
••• ••• •••

গান: আছেন আমার মুক্তার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আলাউদ্দিন আলী
কণ্ঠ: চঞ্চল চৌধুরী ও মিফতাহ জামান

সংগীতায়োজন: ইমন সাহা
সার্বিক পরিকল্পনা ও পরিচালনা: রাশিদ খান
এজেন্সি: ক্রিয়েটো
প্রোডাকশন: ফোরটিনাইন ব্লু
চিত্রগ্রহণ: সৈনিক ও জিসান

বেজ গিটার: তানিম
কিবোর্ড: সামিত
ড্রামস: সামি
লিড গিটার: রাজীব
তবলা: অনির্বাণ
খমক: দিপ্ত
পারকেশন: জিত
ফ্লুট: জালাল

Комментарии

Информация по комментариям в разработке